Pages

ডাইনোসর পরিচিতি

 

অউকাসোরাস 



ইংরেজি Auca lizard (পানির টিকটিকি)>Auca (পানি) saurus(টিকটিকি)= Aucasaurus>বাংলা অউকাসোরাস

বিশেষ্য : {থেরোপোড- সোরিশ্‌কিয়ান- ডাইনোসর- আর্কোসোর- ডায়াপসিড- সরীসৃপ- মেরুদণ্ডী- কর্ডেট- প্রাণী- জীবসত্তা- জীবন্ত বস্তু- দৈহিক লক্ষ্যবস্তু- দৈহিক সত্তা- সত্তা}



বিলুপ্ত সরীসৃপ শ্রেণীর অন্তর্গত ডাইনোসর বিশেষ। ২০০২ সালে এর নামকরণ করেন কোরিয়া (Coria)চিয়াপ (Chiappe) এবং ডিঙ্গাস(Dingus)। এরা ছিল মাংসাশী। প্রায় ৮ কোটি বত্সর ৫০ লক্ষ বৎসরপূর্বে (ক্রেটাসিয়াস অধিযুগের স্যান্টেনিয়ান আমল) এরা আদি দক্ষিণ আমেরিকার আর্জেন্টিনা অঞ্চলে বসবাস করতো। এদের দৈর্ঘ্য ছিল ১৩ ফুট (৪ মিটার)উচ্চতা ছিল ৩ ফুট (১ মিটার) এবং ওজন ছিল ১৫৪০ পাউন্ড (৭০০ কেজি)। এরা পিছনের দুই পায়ে ভর দিয়ে চলতো। সামনের দুটো হাত শিকার ধরার সময় ব্যবহার করতো। সামনের হাতে ছিল তীক্ষ্ণ ও দীর্ঘ নখ। বৈজ্ঞানিক নামAucasaurus garridoi

Kingdom
Phylum
Sub-Phylum
Class
Sub-Class 

Order
Sub-order
Infra-order
Family
Genus
Species
:Animalia
:Chordata
:Vertebrata
:Reptilia
:
Sauropsida 
:Saurischia
:Tetanurea
:Theropoda
:Carnosaurs
:
Aucasaurus
:
garridoi


No comments:
Write comments