Pages

40 Important Questions & Answers About BangaBandu

 

নিয়োগ পরীক্ষায় বঙ্গবন্ধু সম্পর্কিত আসতে পারে এমন ৪০ টি  গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর 



). ‘অসমাপ্ত আত্মজীবনী’ বইটির লেখকের নাম কী?উত্তরবঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।

). বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম কত
সালেকোথায়?উত্তর১৯২০ সালের ১৭ মার্চগোপালগঞ্জের টুঙ্গিপাড়ায়।

). বঙ্গবন্ধুর শিক্ষাজীবন শুরু হয় কোন স্কুলে?উত্তরগোপালগঞ্জের গিমাডাঙ্গা প্রাথমিক বিদ্যালয়ে।

). বঙ্গবন্ধু ম্যাট্রিক পাশ করেন কোন স্কুল থেকেকত সালে?উত্তরগোপালগঞ্জ মিশনারি স্কুলে১৯৪২ সালে।

). বঙ্গবন্ধু কলকাতা ইসলামিয়া কলেজের বেকার হোষ্টেলের কত নম্বর কক্ষে থাকতেন?উত্তর২৪ নম্বর কক্ষে।

). বঙ্গবন্ধু আনুষ্ঠানিকভাবে রাজনীতিতে অভিষিক্ত হন কীভাবে?উত্তর১৯৪৪ সালে কুষ্টিয়ায় অনুষ্ঠিত নিখিল বঙ্গ মুসলিম ছাত্রলীগের সম্মেলনে যোগদানের মাধ্যমে।

). বঙ্গবন্ধু কত সালে হোসেন শহীদ সোহরাওয়ার্দীর সহকারী নিযুক্ত হন?উত্তর১৯৪৬ সালে।

). বঙ্গবন্ধু বিএ পাশ করেন কত সালেকোন কলেজ থেকে?উত্তর১৯৪৭ সালে কলকাতা ইসলামিয়া কলেজ থেকে।

). বঙ্গবন্ধু ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোন বিভাগের ছাত্র ছিলেন?উত্তরআইন বিভাগের।


১০). বঙ্গবন্ধু ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে কত সালে কেন বহিস্কৃত হন?উত্তর১৯৪৯ সালে চতুর্থ শ্রেণির কর্মচারীদের আন্দোলনে সংহতি প্রকাশ করায় তাঁকে বহিস্কার করা হয়।


১১). বঙ্গবন্ধু জীবনে প্রথম কারাভোগ করেন কত সালে কত তারিখে?

উত্তর১৯৩৯ সালে। সরকারি নিষেধাজ্ঞা উপেক্ষা করে স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে একটি প্রতিবাদ সভা করার কারণেতাঁকে কারভোগ করতে হয়।

১২). ১৯৪৯ সালের ২৩ জুন পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম লীগ প্রতিষ্ঠা লাভ করলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসেখানে কী পদ পান?

উত্তরযুগ্ম সম্পাদক।

১৩). ১৯৫২ সালের কত তারিখে রাষ্ট্র ভাষা বাংলার দাবীতে বঙ্গবন্ধু কারাগারে অনশন শুরু করেন?
উত্তর১৪ ফেব্রুয়ারি।

১৪). যুক্তফ্রন্ট নির্বাচনে বঙ্গবন্ধু কোন আসনে বিজয়ী হন?
উত্তরগোপালগঞ্জ আসনে।

১৫). বঙ্গবন্ধু কোন মন্ত্রীসভায় সর্বকনিষ্ঠ মন্ত্রী ছিলেন?
উত্তর১৯৫৪ সালের যুক্তফ্রন্ট মন্ত্রীসভায়।

১৬). ১৯৬৪ সালে বঙ্গবন্ধুর নেতৃত্বে সম্মিলিত বিরোধী দল গঠন করা হয়। দলটির নাম কী

উত্তরকম্বাইন্ড অপজিশন পার্টি।

১৭). বঙ্গবন্ধু মুজিব ছয়দফা ১ম কবে ঘোষনা করেন?
উত্তর ফেব্রুয়ারি ১৯৬৬

১৮). আওয়ামী লীগের কাউন্সিল অধিবেশনে  দফা গৃহীত হয় কত সালে?
উত্তর১৯৬৬ সালের ১৮ মার্চ।

১৯). বঙ্গবন্ধু শেখ মুজিব আনুষ্ঠানিকভাবে কবে ছয়দফা ঘোষনা করেন?
উত্তর২৩ মার্চ ১৯৬৬

২০). কোন প্রস্তাবের ভিত্তিতে ছয়দফা রচিত হয়?
উত্তরলাহোর প্রস্তাব

২১). ছয়দফার প্রথম দফা কি ছিল

উত্তরস্বায়ত্বশাসন

২২). ‘বাঙালি জাতির মুক্তির সনদ’ হিসেবে পরিচিত কোনটি?
উত্তরছয় দফা।

২৩). আগরতলা ষড়যন্ত্র মামলার আসামী ছিল কত জনবঙ্গবন্ধু কততম আসামী ছিলেন?
উত্তর৩৫ জন। বঙ্গবন্ধু ছিলেন  নং আসামী।

২৪). আগরতলা ষড়যন্ত্র মামলা কী নামে দায়ের করা হয়েছিল?

উত্তররাষ্ট্রদ্রোহীতা বনাম শেখ মুজিব  অন্যান্য।

২৫). শেখ মুজিবুর রহমানকে ‘বঙ্গবন্ধু’ উপাধিতে ভূষিত করা হয় কত সালে?

উত্তর১৯৬৯ সালের ২৩ ফেব্রুয়ারি।

২৬). শেখ মুজিবুর রহমানকে ‘বঙ্গবন্ধু’ উপাধি কে দেন?

উত্তরতৎ​কালীন ডাকসুর ভিপি তোফায়েল আহমেদ।

২৭). কোথায় ‘বঙ্গবন্ধু উপাধি দেওয়া হয়?

উত্তররেসকোর্স ময়দানে।

২৮). বঙ্গবন্ধু পূর্ব বাংলাকে ‘বাংলাদেশ’ নামকরন করেন কত সালে?

উত্তর ডিসেম্বর১৯৬৯ 

২৯). বঙ্গবন্ধু  মার্চের ভাষণ কোথায় দেন?

উত্তরঢাকার রেসকোর্স ময়দানেযা এখন সোহরাওয়ার্দি উদ্যোন নামে পরি​চিতি।

৩০). বঙ্গবন্ধু  মার্চের ভাষণের মূল বক্তব্য কী ছিল?

উত্তরএবারের সংগ্রাম মুক্তির সংগ্রামএবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম।


৩১). বঙ্গবন্ধু কখন স্বাধীনতার ঘোষণা দেন?
উত্তর: ১৯৭১ সালের ২৫ মার্চ মধ্যরাত অর্থাৎ​ ২৬ মার্চে বঙ্গবন্ধু বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেন। এরপরই পাকিস্তানি সেনাবাহিনী বঙ্গবন্ধুকে গ্রেপ্তার করে।

৩২). ১৯৭১ সালের ১৭ এপ্রিল গঠিত অস্থায়ী সরকারের বঙ্গবন্ধুর পদ কী ছিল?
উত্তর: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পদ ছিল রাষ্ট্রপতি।

৩৩). বঙ্গবন্ধু পাকিস্তানের কারাগার থেকে মুক্তি পান কবে?
উত্তর: ১৯৭২ সালের জানুয়ারি।

৩৪). বঙ্গবন্ধু স্বাধীন বাংলাদেশে ফেরেন কবে?
উত্তর: ১৯৭২ সালের ১০ জানুয়ারি, যা বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস নামে পরিচিত।

৩৫). বঙ্গবন্ধু স্বাধীন বাংলাদেশের রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেন কত তারিখে?
উত্তর: ১৯৭২ সালের ১০ জানুয়ারি।

৩৬). বঙ্গবন্ধু প্রথম নেতা হিসেবে জাতিসংঘের সাধারণ পরিষদে বাংলা ভাষায় বক্তৃতা দেন কত সালে, কত তারিখে?
উত্তর: ১৯৭৪ সালের ২৫ সেপ্টেম্বর।

৩৭). বঙ্গবন্ধু স্বপরিবারে নিহত হন কত তারিখে?
উত্তর: ১৯৭৫ সালের ১৫ আগষ্ট।

৩৮). বঙ্গবন্ধুর স্ত্রীর নাম কী?
উত্তর: শেখ ফজিলাতুন্নেসা মুজিব।

৩৯). বঙ্গবন্ধুর ছেলেমেয়ে কত জন? তাদের নাম কী?
উত্তর: জন। তিন ছেলে দুই মেয়ে। শেখ হাসিনা, শেখ কামাল, শেখ রেহানা, শেখ জামাল শেখ রাসেল

৪০). বঙ্গবন্ধু জাদুঘর কোথায় অবস্থিত?
উত্তর: ঢাকার ধানমন্ডির ৩২ নম্বরে

No comments:
Write comments